redux-framework
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/studylig/jobs.studylights.com/wp-includes/functions.php on line 6121woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/studylig/jobs.studylights.com/wp-includes/functions.php on line 6121wordpress-seo
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/studylig/jobs.studylights.com/wp-includes/functions.php on line 6121
এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে online-এ আবেদন করতে হবে ; সে লক্ষ্যে http://bgfcl.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করলে একটি লিংক পাওয়া যাবে ; ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মােতাবেক online-এ আবেদনপত্র পূরণ করতে হবে ;
আবেদনের সময়সীমা নিম্নরূপঃ Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখঃ ২৫-১০-২০২১ সকাল ১০.০০ ঘটিকা ; Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ১৫-১২-২০২১ বিকাল ৫.০০ ঘটিকা ; উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর)ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ;Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel File size maximum 60 kb) ও রঙ্গিন ছবি(দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ pixel File size maximum 100 kb) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন ;
যেহেতু online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র
Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ; পুনঃপূরণকৃত সকল
তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ; প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন ;
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ
করে নির্দেশনা মত ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে ; নির্ভুলভাবে আবেদনপত্র Submit কারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন ; উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন ; Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল পদের জন্য মােট ৩৩৬/- (তিনশত ছত্রিশ) টাকা [পরীক্ষার ফি ৩০০/এবং টেলিটকের সার্ভিস চার্জ ৩৬/-] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন ;
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http: bgfcl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর
মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে ; SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ; প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন ; Admit card (প্রবেশ পত্র) Download এর তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে ;
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে বর্ণিত সকল তথ্যের সপক্ষে দলিলাদি/মূল সনদপত্র কর্তৃপক্ষের ; ২৫-০৩-২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্রকন্যা, প্রতিবন্ধী প্রার্থী পদের প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর ;বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি সমমান সনদ এ উল্লিখিত জন্ম তারিখ হিসেবে গণ্য হবে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হবে না ;
নিয়ােগ সম্পর্কিত সরকারের প্রচলিত বিধি-বিধান ও প্রযােজ্য ক্ষেত্রে কোটার বিষয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে ; সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রপ্রদর্শন করতে হবে ;
ডাইভার-৩ পদের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লাইট ড্রাইভিং এর ফিল্ড টেষ্টে উত্তীর্ণ হতে হবে ; কেবলমাত্র ফিল্ড টেষ্টেউত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ;
অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে ;
নিয়ােগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে ; নির্বাচিত প্রার্থীদের কোম্পানির বিভিন্ন ফিল্ড/প্রকল্প সাইটে পােস্টিং প্রদান করা হতে পারে ; লিখিত ও মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার-এ অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ; কোন কারণ দর্শানাে ব্যতিরেকে নিয়ােগকারী কর্তৃপক্ষ এ নিয়ােগের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদ সংখ্যা হাসীবৃদ্ধিরঅধিকার সংরক্ষণ করে ; এ নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ; নিয়ােগ লাভের পর প্রার্থীর প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়ােগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ;
নিয়ােগ সম্পর্কিত যে কোন তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর ওয়েবসাইট Www.bgfcl.org.bd-এ প্রকাশ করা হবে।
Source : bgfcl
Receive emails for the latest jobs matching your search criteria